স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র ডিগ্রী কলেজে শিক্ষক সংকট ও ক্লাস রুম সংকট নিরসন করে সকল বিষয়ে অনার্স চালুর দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১ টায় খোয়াই নদীর কিবরিয়া ব্রীজের মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে দ্বিতীয় বর্ষের ছাত্র মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং গোলাম রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন-২য়বর্ষের ছাত্র তারেক হোসাইন, মোবাশ্বির আহমেদ, রঞ্জিত সরকার, ১ম বর্ষের ছাত্র মারুফ তালুকদার, রিংকু সূত্রধর, অপু মিয়া প্রমুখ। মানববন্ধনে দাবির প্রতি সংহতি ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সংগঠক কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম, বৃন্দাবন কলেজ শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্রনেতা শামীম আহমেদ। মানববন্ধনে বক্তাগণ বলেন, বৃন্দাবন সরকারি কলেজে এবছর অনার্স ১ম বর্ষে ১০৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিয়েছে ৪০০৫ জন। অর্থাৎ চারভাগের তিনভাগ ছাত্র ভর্তি হতে পারবে না। এই ভর্তি সংকট নিরসনের জন্য শচীন্দ্র কলেজে ১টি বিষয় নয় সকল বিষয়ে অনার্স চালু করা সময়ের দাবী। এছাড়া বক্তাগণ মহিলা কলেজ, চুনারুঘাট সরকারি কলেজ, নবীগঞ্জ ডিগ্রী কলেজসহ জেলার গুরুত্বপূর্ণ ডিগ্রী কলেজগুলোতে অনার্স চালুর দাবী জানান।