প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ০৭ অক্টোবর শনিবার সন্ধ্যায সালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টারে রোটারি ক্লাব অব নবীগঞ্জ তিনজন অসচ্ছল ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করে। মানবতার সেবায় নিবেদিত রোটারি ক্লাব অব নবীগঞ্জ ওই কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গর্ভনর রোটারিয়ান প্রঃ ডঃ এম তৈয়ব চৌধুরী (এম.পি.এইচ.এফ.বি.পি.এইচ.এস), পি.ডি.জি রোটারিয়ান মঞ্জুরুল হক, পি.ডি.জি রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরী (পি.এইচ.এফ), ডি.জি নমিনি অধ্যক্ষ লে কর্নেল (অবঃ) রোটারিয়ান আতাউর রহমান পীর (পি.এইচ.এফ), নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান পি.পি আজিজুল হক (আর.এফ.এস.এম), ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার রোটারিয়ান পিপি ডাঃ জমির আলী (পি.এইচ.এফ), ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার রোটারিয়ান পিপি আবু আজমল পাঠান, জোনাল এডভাইসর রোটারিয়ান পিপি শহিদ উদ্দিন চৌধুরী, জোনাল কর্ডিনেটর রোটারিয়ান পিপি শামীম আহসান, ডেপুটি গর্ভনর রোটারিয়ান পিপি ডাঃ এস এস আলামিন সুমন, এসিস্ট্যান্ট গর্ভনর রোটারিয়ান পিপি অভিনাশ আচার্য্য (আর.এফ.এস.এম), রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাশ (আর.এফ.এস.এম), রোটারিয়ান পিপি প্রফেসর নাজমুল হক, রোটারিয়ান পিপি বাদল রায়, রোটারিয়ান সিরাজুল ইসলাম। ইনার হুইল ক্লাব হুবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট ও রোটারিয়ান পিপি ডাঃ জমির আলী (পিএইচএফ) এর সহধর্মিনী রোটারিয়ান তাহমিনা বেগম গিনি তিন নারীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন।
হুইল চেয়ার বিতরণ কর্মসুচীর চেয়ারম্যান ও ভকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান শুভাশীষ চক্রবর্তী সুবল এর পরিচালনায় অনুষ্ঠিত বিতরণ কর্মসুচীর অন্যান্য সদস্য ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আব্দুস সালাম, ট্রেজারার রোটারিয়ান মোঃ শামসুল হক, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান বিকাশ চন্দ্র রায়, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান রঙ্গ লাল রায়, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান সাদিক মিয়া উপস্থিত ছিলেন।
এতে প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সফিকুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ ননী গোপাল নাথ, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ তাপস আচার্য্য, সেক্রেটারি রোটারিয়ান মাহফুজুর রব রনি, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান দিব্যেন্দু ধর দীপন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান ডাঃ আল মামুর শাহনেওয়াজ, এডিটর রোটারিয়ান এ টি এম বশির আহমেদ, রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল, রোটারিয়ান আব্দুল মালিক, রোটারিয়ান হাজী শাহ মুস্তাকিন আলী প্রিন্স, রোটারিয়ান শাফিউল আলম হেলাল, রোটারিয়ান মিজানুর রহমান চৌধুরী শামীম, রোটারিয়ান আব্দুর রাকিব শিপন, রোটারিয়ান ডাঃ সাইফুর রহমান সাগর, রোটারিয়ান ডাঃ চম্পক কিশোর সাহা, রোটারিয়ান ডাঃ ইকবাল আহমেদ চৌধুরী, রোটারিয়ান প্রতীমা রানী বনিক, পিযুষ কান্তি পূরকায়াস্থ, শিরিন আক্তার, ঝন্টু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।