প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রীমদ্ভাগবত-এর কাব্যানুবাদক সমাজ সংস্কারক ও প্রখ্যাত গীতিকার শ্রী কাশীনাথ দাশ তালুকদারের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর মদন মোহন কলেজ ও সিলেটের শহীদ সোলেমান হলে কাশীনাথ স্মৃতি সংসদের আয়োজনে অধ্যাপক রতীশ চন্দ্র দাশ তালুকদারের সভাপতিত্বে ও কবি সঞ্জয় কুমার নাথের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে। প্রধান বক্তার বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে বলেন, কাশীনাথ ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ, আজ আমরা তার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি এমন কিছু কাজ করে গেছেন যার জন্য আমরা আজীবন তাকে অন্তরে লালন করে রাখব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নৃপেন্দ্র লাল দাশ, লেখক মনোজ বিকাশ দেব রায়, ব্যাংকার নীরেশ চন্দ্র দাশ, সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, আইডিয়ার নির্বাহী প্রধান নজমুল হক, বাউল শিল্পী আব্দুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী, অধ্যক্ষ ননী গোপাল রায়, ব্যাংকার গোপেশ চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাশীনাথ দাশ তালুকদারের পুত্র প্রমথেশ দাশ তালুকদার। অনুষ্ঠানে কাশীনাথ স্মৃতি সংসদকে বই উপহার দেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল আব্দুর রহমান, বাউল বশির উদ্দিন সরকার, বিজন রায়, ঝলক চৌধুরীসহ অন্যান্য শিল্পীবৃন্দ। খবর বিজ্ঞপ্তির