স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থেকে গরু চুরি করে নিয়ে আসার সময় ৫টি চোরাই গরুসহ পিকআপ চালককে আটক করেছে পুলিশ। এ সময় অন্যান্য চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক পিকআপ চালকের নাম বাচ্চু মিয়া (৩৬)। সে নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের মনির মিয়া ছেলে। চুরি করে নিয়ে আসা ৫টি গরুর মধ্যে ৩টির মালিক নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের নজরুল ইসলাম ও ২টির মালিক একই গ্রামের রঙ্গু মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে চোরেরা নজরুল ইসলামের ৩টি ও রঙ্গু মিয়ার ২টি গরু চুরি করে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৫-০৯৩৪) করে হবিগঞ্জের দিকে নিয়ে আসছিল। গরুবহনকারী পিকআপটি হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পুকড়া গ্রামের কাছে পৌছুলে টহল পুলিশ থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু পিকআপটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় পিকআপটি। পরে টহল পুলিশ এবং মোটরসাইকেল আরোহীরা পিকআপের পিছু ধাওয়া করে খোয়াইমুখ এলাকায় পিকআপটি আটক করে। এ সময় অন্যান্য চোরেরা পালিয়ে গেলেও চালককে আটক করে পুলিশ। পরে পিকআপসহ চালক ও চোরাই গরুগুলো হবিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত গরুগুলো হবিগঞ্জ থানার জিম্মায় ছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাচ্চু অন্যান্য চোরদের নাম প্রকাশ করেছে বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে তারা গরু চুরি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।