স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সিদেল চুরির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মারাজ মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর থানার এএসআই মাহবুব আলম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। সে ইটাখলা গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মারাজ মিয়ার বিরুদ্ধে ২০০৯ সনের একটি সিদেল চুরির মামলা দায়ের করা হয়। মামলায় মারাজ মিয়ার ১ বছরের সাজা হয়। এত দিন সে পুলিশের চোখ ফাকি দিয়ে বেড়াচ্ছি।