প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই ইউ আই ডি পি) এর আওতায় ডাক বাংলো রোড (চরগাঁও রোড ব্রিজ এপ্রোচ) হতে স্মৃতিসৌধ (থানার পেছন) পর্যন্ত সৌন্দর্য বর্ধণের লক্ষ্যে আর সিসি রাস্তার বর্ধিতকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এ বর্ধিত করণ কাজের শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যনেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র ২ বাবুল চন্দ্র দাশ, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, কাউন্সিলর মোঃ আঃ ছালাম, মোঃ আলাউদ্দিন, সুন্দর আলী, মোঃ কবির মিয়া, জায়েদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আফরোজ চৌধুরী, বিএনপি নেতা সাহেব আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক, প্রধান শিক্ষক বিপুল দেব, সাংবাদিক আনোয়ার হোসেন মিটু, আব্দুল রকিব হক্কানী, ছাবির আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৫৯ মি. এই রাস্তার প্রাঃ মূল্য ১৫ লাখ ১৮ হাজার ৩২৮ তিনশত আটাশ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স বিজ্ঞ ইন্টারন্যাশনাল, নবীগঞ্জ, হবিগঞ্জ। শাখাবরাক নদীর তীর ঘেষে গাইড ওয়ালের পাশ দিয়ে এই বর্ধিত রাস্তা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পৌরবাসীর বিনোদনকেন্দ্র হয়ে উঠতে পারে বলে পৌর পরিষদ মনে করে। এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণের সময় যে স্থান সংকুলান হতো না, তা এই রাস্তা বর্ধিত করণের মাধ্যমে সে সমস্যার সমাধান হবে বলে মেয়র মনে করেন।