স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। কর অঞ্চল সিলেটের আয়োজনে শহরের ঘাটিয়া বাজার এলাকায় অবস্থিত রমা কনভেনশন হলে (শংকর সিটি) গত সোমবার বেলা ১১টায় উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৬ (হবিগঞ্জ) এর সহকারী কর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহী এই ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের সর্বক্ষেত্রে রাজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠা ও করদাতা সেবার মান বৃদ্ধির বিভিন্ন সুবিধাদি উল্লেখ করে কর দাতাদের উদ্বুদ্ধকরণের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি জগদীশ চন্দ্র মোদক ও হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।