নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি সভাপতি আবুল খয়ের, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম এ আহমদ আজাদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারিক, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, নজরুল ইসলাম, মাসুম আহমদ জাবেদ, মুহিবুর রহমান হারন, বজলুর রহমান, আবু সাইদ এওলা মিয়া, ছাইমুদ্দিন, শেখ ছইফা রহমান কাকুলী প্রমুখ।
সভায় বিরল রোগে আক্রান্ত কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের তাহমিনা বেগমের চিকিৎসায় ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করা হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাহাড় কাটা বন্ধ করতে এবং নবীগঞ্জকে মাদকমুক্ত করতে প্রসাশনকে সজাগ থাকতে কার্যকর ব্যবস্থা নেয়ার উপর জোর দেয়া হয়।