স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৬ ধূমপায়ী ও ৬ মোটর সাইকেল আরোহীকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন ও সুমনা আল মজিদের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কোর্ট প্রাঙ্গনে ৬ ধূমপায়ীকে ২৮০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে শহরের বিভিন্ন পয়েন্টে ৬ মোটর সাইকেল আরোহীকে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১ হাজর ৯’শ টাকা জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এএসআই আনোয়ারা বেগম।