স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সৈয়দ আহমদুল হকের সমর্থনে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুধিয়াখলা গ্রামে এক নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে বিশিষ্ট মুরুব্বিয়া জিতু মিয়ার বাড়ীতে আলহাজ্ব মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হক। এতে বক্তব্য রাখেন, জিতু মিয়া, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, ফারুক মিয়া, নজরুল ইসলাম মেম্বার, নবী মেম্বার, সালেহ আহমেদ, শাহজহান মিয়া, হাফেজ আব্দুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সৈয়দ সাব কোন নিদিষ্ট এলাকার নয়, তিনি সমস্ত হবিগঞ্জবাসীর। ২৩ মার্চ সৈয়দ আহমদুল হককে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।