মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী বলেছেন- অবৈধ ভাবে যারা উপজেলার প্রাকৃতিক সম্পদ বালু ও মাটি লুটপাট করে পরিবেশের বিপর্যয় ঘটাছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সে যেই হউক কোন অবস্থায় তাদের ছাড় দেয়া হবে না। পুলিশ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সকলকে দায়িত্বশীল আচরন করতে হবে। সকলের প্রচেষ্টায় মাধবপুরকে আধুনিক উপজেলায় রূপান্তর করতে চাই। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা আইন শৃংখলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি শফি উল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, সাহাব উদ্দিন, আলাউদ্দিন, সামসুল ইসলাম কামাল, মীর খুরশেদ আলম, সামসুল ইসলাম মামুন, পারভেজ চৌধুরী, খাইরুল হোসাইন মনু, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, এসআই কামাল হোসেন প্রমূখ।