কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় হিন্দু ধর্ম ত্যাগ করে এক যুবক ইসলাম ধর্ম গ্রহন করে নতুন নাম রেখেছে আব্দুর রহমান। নোটারী পাবলিকের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের হিন্দু হেলন রায়ের পুত্র সবুল রায় (২৪) এখন আব্দুর রহমান। ইসলামের রীতি-নীতি ও আচার আচরন লক্ষ্য করে ইসলাম ধর্ম সঠিক ধর্ম মনে করে স্বইচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন। ইসলাম ধর্ম গ্রহন করার পর এখন সবুল রায়ের পরিবর্তে তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। হবিগঞ্জ নোটারি পাবলিকের নিকট এফিডেভিটে বলা হয়, ইসলাম ধর্মের আদর্শে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নিয়ে জনৈক মাওলানার মাধ্যমে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।