স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গতকাল শুক্রবার জাতীয় কন্যাশিশু দিবস ২০১৭ উদ্যাপিত হয়েছে। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। “কন্যাশিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্যকে ভিত্তি করে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম গিনি, বিটিভি প্রতিনিধি ও দৈনিক দেশজমিন পত্রিকার সম্পাদক আলমগীর খান, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন খানম চৌধুরী, নবম শ্রেণির ছাত্রী দীপ্তি পাল ও রেহানা আক্তার রুবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, ছেলেশিশু এবং মেয়েশিশুর মধ্যে বৈষম্য থাকার কারণেই রাষ্ট্রীয়ভাবে কন্যাশিশু দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই কন্যাশিশুদেরকে পরিবারের বোঝা মনে করে অল্প বয়সেই বিয়ে দেয়া হয়। পুরনো এই ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে কন্যাশিশুদের সুযোগ করে দেয়া হলে তারাও ছেলেদের মত এগিয়ে যেতে পারবে। অসংখ্য নারী সুযোগ পেয়ে আজ সমাজের উচ্চ শিখরে আরোহন করছে। নারীদেরকে সুযোগ করে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তাই এসব ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।