স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২কেজি গাজা ও প্রাইভেট কারসহ মাদকব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই হাজী আব্দুল করিম, ইকবাল বাহার ও মুসলিম উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেটকারটি ব্যারিকেট দিয়ে আটক করতে সক্ষম হয়। এ সময় কার থেকে ১২৩ কেজি গাজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আল আমিন (২৫) নামে একজনকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যায়। আটক গাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। আটক আল আমিন চুনারুঘাট উপজেলার দিমাউন্ডা গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র।