বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মিরপুর ভিতর বাজার এলাকা থেকে ৭জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ভিতর বাজার এলাকায় ইটালী প্রবাসীর বাড়ির ৪র্থ তলায় থানার এসআই মফিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৭ জনকে আটক করে। তবে তাৎক্ষনিক আটকৃতদের নাম পরিচয় এবং মাদকের পরিমাণ জানা যায়নি।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তারা এখনও থানায় পৌছেনি, বিস্তারিত পরে জানানো হবে।