স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বন্ধন হোটেল থেকে ভূয়া স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল সাতক্ষীরা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রহিম আহমেদের কন্যা হাসিনা বেগম (২০) ও বাহুবল উপজেলার তুগলী গ্রামের জামাত আলীর পুত্র শাহীন মিয়া (৩০)। সোমবার গভীররাতে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই হাবিব আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে এ সময় তারা পুলিশকে বৈধ স্বামী-স্ত্রীর কাগজপত্র দেখাতে পারেনি। গতকাল মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।