সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রোটারী ক্লাব অব নবীগঞ্জের চার্টার প্রদান ও অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে নব-গঠিত রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর চার্টার প্রদান ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকেলে রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর উদ্যোগে শহরস্থ হাজারি কমিউনিটি সেন্টারে উক্ত অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ডা. মোঃ তৈয়ব চৌধুরী (এম.পি.এইচ.এফ, বি. পি.এইচ.এস), পি.ডি.জি রোটারিয়ান ডা. মনজুল হক চৌধুরী (এম.পি.এইচ.এফ, এম.সি), গেস্ট অব অনার পি.ডি.জি রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরী (পি.এইচ.এফ)। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডি.জি নমিনী রোটারিয়ান কর্ণেল (অব.) আতাউর রহমান পীর, রোটারিয়ান পিপি শহীদ উদ্দিন চৌধুরী (জোনাল এডভাইজার-জোন খোয়াই), রোটারিয়ান পিপি ডা. জমির আলী (ক্লাব এডভাইজার), নবীগঞ্জ পৌরসভার মেয়র রোটারিয়ান আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, রোটারিয়ান শামীম আহসান (জোনাল কো-অর্ডিনেটর, জোন খোয়াই), ডেপুটি ডিস্ট্রিক্ট গর্ভনর রোটারিয়ান পিপি ডা. এস.এস আল-আমিন সুমন (জোন খোয়াই), এসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান পিপি অভিনাষ আচার্য্য (জোন খোয়াই), রোটারিয়ান পিপি প্রফেসর মোঃ নাজমুল হক।  সভার শুরুতে উক্ত অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল অতিথিদের মঞ্চে আহবান করেন। ক্লাব সভাপতি রোটারিয়ান ডা. শফিকুর রহমান প্রোগ্রাম কল টু অর্ডার করে সভার কাজ শুরু করে তিনি সবাইকে দাড়িয়ে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের আহবান জানান। এ সময় নবীগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সারেগামার একদল উদীয়মান শিল্পী জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে দেবরাজ ধর, নূরী, নুসরাত ইয়াসমীন সুমু ও তৌসিফ আহমেদ ফুল এবং জয়দীপা দাশ ও তিথী পাল উত্তরীয় দিয়ে অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ দারুল উলুম মাদ্রসা ছাত্র আশরাফুল ইসলাম সাজু, পবিত্র গীতা পাঠ করেন সৌম্যজ্যোতি রায় রুহিত, রোটারি প্রত্যয় পাঠ করেন ক্লাব ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান সুভাশিষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল। এর পর রোটারী ক্লাব নবীগঞ্জের সভাপতি রোটারিয়ান ডাঃ সফিকুর রহমান ও সেক্রেটারী রোটারিয়ান মাহফুজুর রব রনির কাছে চার্টার সার্টিফিকেট ও কলার হস্তান্তর করেন গেস্ট অব অনার পি.ডি.জি রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরী (পি.এইচ.এফ)। এর পর কাব এডভাইজার রোটারিয়ান পিপি ডা. জমির আলী পিএইচএফ নবীগঞ্জ রোটারী ক্লাব গঠনের প্রাক কার্যক্রম সর্ম্পকে সকল অতিথিকে অবহিত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ক্লাব সহসভাপতি রোটারিয়ান তাপস আচার্য্য অনুষ্ঠানে উপস্থিত নবীগঞ্জের গন্যমান্য বাক্তিবর্গকে পরিচয় করিয়ে দেন। ক্লাব সহসভাপতি রোটারিয়ান আব্দুস সালাম সকল কাব সদস্য ও তাদের পরিবারবর্গকে পরিচয় করিয়ে দেন। রোটারিয়ান রঙ্গ লাল রায় সার্জেন্ট ও আর্মসের রিপোর্ট পেশ করেন। রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ডা. মোঃ তৈয়ব চৌধুরী (এম.পি.এইচ.এফ, বি. পি.এইচ.এস) রোটারী ক্লাবের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথিসহ সকল বিশেষ অতিথি মঞ্চে এসে রোটারিয়ান এটিএম বশির আহমদের সম্পাদনায় প্রকাশিত কাবের অভিষেকের আর্কষনীয় স্মারক গ্রন্তের মোড়ক উন্মোচন করেন। এ সময় রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ডা. মোঃ তৈয়ব চৌধুরী (এম.পি.এইচ.এফ, বি. পি.এইচ.এস)স্মারক গ্রন্থের ভূয়শী প্রশংসা করে এর সম্পাদক রোটারিয়ান এটিএম বশির আহমদকে পিন পড়িয়ে দেন। এর পর এ পর্যন্ত ক্লাবের প্রতিবেদন পেশ করেন কাব সেক্রেটারী রোটারিয়ান মাহফুজুর রব রনি। অভিষেক অনুষ্ঠানে অসহায় পঙ্গুদের মধ্যে তিনটি উইল চেয়ার ও অসহায় ২ জন মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্টান চলাকালে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ডা. মোঃ তৈয়ব চৌধুরী (এম.পি.এইচ.এফ, বি. পি.এইচ.এস) রোটারী কাব অব নবীগঞ্জের সভাপতি ডাঃ সফিকুর রহমানের অনুমতিক্রমে তার সহধর্মীনি নবীগঞ্জ কলেজের অধ্যাপিকা নাসরিন আহমেদকে রোটারী কাব অব নবীগঞ্জের সদস্য হিসেবে অšর্-ভূক্ত করেন এবং পিন পড়িয়ে দেন ইনার উইল কাব অব হবিগঞ্জের সভাপতি তাহমিনা বেগম গিনি। এছাড়া অনুষ্টানে অনারারী সদস্য হিসেবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুকে পিন পড়িয়ে দেন পি.ডি.জি রোটারিয়ান ডা. মনজরুল হক চৌধুরী (এম.পি.এইচ.এফ, এম.সি) ও গেস্ট অব অনার পি.ডি.জি রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরী (পি.এইচ.এফ)। অনুষ্টানে ধন্যবাদ বক্তব্য রাখেন প্রেসিডেন্ট নমিনি ডাঃ রথিন্দ্র নাথ রায়।
প্রধান অতিথি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেন, দীর্ঘদিন পরে হলেও নবীগঞ্জের সমাজ পরিবর্তনের প্রত্যয়ী কিছু মানুষ রোটারী কাবের যাত্রা শুরু করে যে সাহসী ভূমিকা নিয়েছেন এজন্য তাদেরকে অনিন্দন জানাই এবং সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
বিশেষ অতিথি রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ডা. মোঃ তৈয়ব চৌধুরী (এম.পি.এইচ.এফ, বি. পি.এইচ.এস) বলেন, আজ থেকে সারা বিশ্বের ১৩ লাখ রোটারীয়ানের সাথে নবীগঞ্জের ২৯ জন রোটারিয়ান যুক্ত হলেন। এর মাধ্যমে আপনাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গেল। তিনি বলেন রোটারী ক্লাব অব নবীগঞ্জের কার্যক্রমে আমি সত্যি খুব অভিভুত। তিনি আরো বলেন, নতুন একটি ক্লাব এত সল্প সময়ে যে কয়েকটি প্রকল্প উপহার দিয়েছেন তা সত্যি খুব বিরল।
এছাড়াও অনুষ্টানে অংশ গ্রহন করেন নবীগঞ্জ প্রেস কাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, নবীগঞ্জ থানার ওসি তদন্ত ইকবাল হোসেন, ওসি অপারেশন নুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুল বারী, পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর সফিকুল আলম হেলাল, সফিকুর রহমান, আফিল উদ্দিন, দৈনিক হবিগঞ্জ সময় এর প্রকাশক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  মুরাদ আহমদ, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ  সম্পাদক ছনি চৌধুরী, এনটিভি ক্যামেরা পার্সন মনির আহমেদ ও নবীগঞ্জ রোটারী ক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অভিষেক অনুষ্ঠানে অসহায় পঙ্গুদের মধ্যে তিনটি উইল চেয়ার, অসহায় ২জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। রোটারী ক্লাব অব নবীগঞ্জের কোঃ চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ ননী গোপাল নাথ, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান দিবেন্দু ধর দীপন, ট্রেজারার শামসুল হক, ক্লাব ইন্টারন্যশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান ডাঃ আল মামুন শাহ নেওয়াজ, সার্জেন্ট আর্মস রোটারিয়ান সাদিক মিয়া, ক্লাব সদস্য রোটারিয়ান আব্দুল মালিক, রোটারিয়ান আব্দুর রকিব শিপন, রোটারিয়ান মিজানুর রহমান শামীম, রোটারিয়ান হাজী শাহ মুস্তাকিম আলী, রোটারিয়ান শফিউল আলম হেলাল, রোটারিয়ান প্রতিমা রাণী বণিক, রোটারিয়ান ডাঃ চম্পক কিশোর শাহা, রোটারিয়ান ডাঃ সাইফুর রহমান সাগর ও রোটারিয়ান ডাঃ ইকবাল আহমেদ চৌধুরীসহ সকল সদস্যের সার্বিক সহযোগিতায় অনুষ্টান সফল হয়। সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা করেন রোটারিয়ান বিকাশ চন্দ্র রায়। বিকাল ৪ টায় অনুষ্টান শুরু হয়ে রাত ৯টার দিকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com