স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামে গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে রিপা বেগম (১১) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রিপা বেগম ওই গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। সে স্থানীয় বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়-মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সাথে রিপার কথা কাটাকাটি হয়। সন্ধ্যার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল বুধবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের একটি আম গাছে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিপাকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে বেলা ১১টায় হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্রনীল ভট্টাচার্য্য জানান- প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।