নবীগঞ্জ প্রতিনিধি ॥ এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, এশিয়ার বৃহত্তম নবীগঞ্জের দীলঘলবাক ইউনিয়নের বিবিয়ানা গ্যাসকূপ এলাকা তথা নবীগঞ্জ ও বাহুবল উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ ও স্থানীয়দের যোগ্যতা ভিত্তিক গ্যাসকুপে চাকুরীসহ এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি একুশে ফেব্র“য়ারীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে গত মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন। স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এম মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফারুক মিয়া, জাপা নেতা হাজী ইউসুফ চৌধুরী, এমরান আহমেদ, আব্দুল মতিন চৌধুরী, ফকির ফজলু মিয়া, আবুল কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল নেতা- এম এ মান্নান, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ লেবু মিয়া, ফারুক মিয়া প্রমূখ।