স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল ও চৌধুরী বাজার এলাকায় প্রকাশ্যে ধূমপানের অপরাধে নয় জনকে ৭৫০ টাকা ও ‘ধূমপান নিষেধ’ শ্লোগান লেখা না থাকায় পাঁচটি রেস্টুরেন্টকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আধালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, পাবলিক প্লেসে ধূমপানকালে নয় ধূমপায়ীকে আটক করে ৭৫০ টাকা জরিমানা ও রেস্টুরেন্টে ধূমপান নিষেধ শ্লোগান লেখা না থাকায় পাঁচটি রেস্টুরেন্টকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। অভিযানকালে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।