বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর জেলা যুবলীগ সভাপতি আতাউ রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। এতে বাবলু রায়কে আহবায়ক ও মোঃ তোফায়েল আহমেদ ভূইয়া ও মমিনুর রহমান সজিবকে যুগ্ম আহবায়ক করা হয়।
কমিটির সদস্যরা হলেন, নাহিদুল হাসান চৌধুরী সোহাগ, মোঃ লুৎফুর রহমান, মোঃ কবির মিয়া, নিরঞ্জন বৈদ্য, মোঃ কিবরিয়া চৌধুরী, মোঃ শ্যামল মিয়া, চয়ন রায়, মোঃ শিহাব মিয়া, মোঃ আব্দুর রহমান, মোঃ আফছার মিয়া, রজত কান্তি রায়, মোঃ আব্দুল গণি, মোঃ আসাদ মিয়া (মেম্বার), অরুণ কুমার তালুকদার, মোঃ মোশাহিদ মিয়া (মেম্বার), মোঃ মোশাহিদ আহমেদ টেনু, মোঃ শাহ আলম মিয়া, মোঃ মোশাহিদ মিয়া, মনোরঞ্জন দাশ, মোঃ সাফায়েত জামান শাম্মী, মোঃ মোশারফ হোসেন, প্রসেনজিত রায়, মোঃ সাঈদ আহমেদ আদনান, মোঃ সেলিম মিয়া, মোঃ আমিনুল মিয়া, জয়দ্বীব রায় জনি, সমীর রায়, মনোজিত রায়, মোঃ মুকিত মিয়া, মোঃ জুয়েল চৌধুরী, মোঃ লাউছ মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ কাসেম মিয়া মেম্বার, ডাঃ সেবলু মিয়া, মোঃ ইমরান মিয়া, প্রণব কুমার সরকার, সুমন রায়, নির্মল দাশ, খোকন দেব, বিজিত পাল, মোঃ তাপস খান, দ্বীপক চন্দ্র তালুকদার, মোঃ জসিম উদ্দিন (মেম্বার), মোঃ রুহান মিয়া, মোঃ জুনায়েদ মিয়া, মহল্লাল শীল, মোঃ উকিদ আলী, মোঃ জানে আলম নাইরু। উল্লেখ্য, জেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।