চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইবিল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা ১৯৬৯ পিলারের ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন জাতের ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার সীজার মূল্য ১ লক্ষ ৫শত ২০ টাকা। বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল মাসুদুজ্জামান চৌধুরী জানান, বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।