বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেছেন, আমি উপজেলা চেয়ারম্যান নই, বঞ্চিত-নির্যাতিত মানুষের সেবক হতে চাই। আমি মানুষের আশা-আকাংখা পূরণ করতে চাই। আমি জনগণের ভালবাসার প্রতিদান দিতে চাই। তিনি গতকাল বাহুবল মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চলার পথে আমার ভুল হতে পারে, আপনারা আমার ভুল ধরিয়ে দিলে আমি সংশোধন করে নেব। আমার সেই মানসিকতা আছে। তিনি বলেন, আপনারা বাহুবলের অভাব-অভিযোগের কথা বেশী করে মিডিয়ায় তোলে আনুন। আমি সেগুলো সরকারের বিভিন্ন দপ্তরে উপস্থাপনের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আমি চাই বাহুবল একটি মডেল উপজেলায় রূপান্তরিত হোক। প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন-এর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী হিফজুর রহমান আবুবকর, প্রবীণ সাংবাদিক একেএম মুছাব্বির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদ ফারুক, উপজেলা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক আয়াত আলী, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক সোহেল আহমেদ, নুরুল ইসলাম মনি, জালাল উদ্দিন আখঞ্জী, এটিএম তামিম, এমএ মজিদ তালুকদার, মাওলানা নুরুল আমীন, পংকজ কান্তি গোপ, এফ.আর হারিছ, আজিজুল হক সানু, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, সেলিম আহমেদ আখঞ্জী ও তরিৎ মোহন ধর প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তফা কামাল।