স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ কারেন্ট জাল বিক্রির করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্রায় দেড় শত কেজি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে শহরের চৌধুরী বাজার এলাকার শিপ্রা এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা এবং ২লাখ মূল্যের দেড় শত কেজি জালা জব্দ করা হয়। পরে জব্দ করা জাল কোর্ট প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অপর দিকে সরকার ১ তারিখ হতে ২২ পর্যন্ত মা ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে চৌধুরী বাজার মাছের বাজারের ইলিশ মাছের বিক্রয়ের উপর অভিযান পরিচালিত হয়। তবে কোন ইলিশ মাছ বিক্রয়কারীকে পাওয়া যায়নি।