স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে আক্রম আলী নামে এক দিনমজুরের কিশোরী কন্যাকে জোরপুর্বক ধর্ষণের চেষ্ঠা চালিয়েছে ইকবাল মিয়া নামে এক লম্পট। এ ঘটনায় ওই এলাকাসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকায় শুরু হয়েছে নানান আলোচনা ও সামালোচনা। এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এর আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে ওই কিশোরী। জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের আক্রম আলীর কিশোরী কন্যাকে গত বুধবার জোরপুর্ব তুলে নিয়ে যায় একই গ্রামের ইকবাল মিয়া। এ সময় সে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্ঠা চালায়। ধস্তাধস্তাতির এক পর্যায়ে কিশোরীর শোর-চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল সোমবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় নির্যাতিতা ওই কিশোরী। এদিকে ধর্ষণের চেষ্ঠা মামলাটি তুলে নিতে ইকবালের ভাই শাহজাহান ও জসিম তাদের কে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার।