মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। স্কুলের তালা ভেঙ্গে চোরেরা কক্ষে ঢুকে অর্ধলক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মাধবপুর থানায় জিডি করেছেন। এখন পর্যন্ত পুলিশ চোরাই মাল উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রধান শিক্ষক বলেন গত শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, চোরাই মাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।