আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় মাধবপুর উপজেলায় স্থাপিত স্টার সিরামিকস এর সার্ভিস সুপারভাইজার আব্দুল কুদ্দুসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার স্ত্রীর দায়েরি মামলায় হাজিরা দিতে গেলে নারী ও শিশু নির্যাতনের দমন ট্রাইব্যুনাল এর বিচারক তার জামিন আবেদন নাকজ করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। জানা যায় বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের বাদশা মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস প্রায় তিন বছর পূর্বে একই উপজেলার ছিতার মিয়ার মেয়ে রাবিয়া আক্তারকে ২য় বিয়ে করেন। বিয়ের পর থেকেই কুদ্দুস স্ত্রী রাবিয়ার উপর চালায় অমানসিক নির্যাতন। এক পর্যায়ে এক লাখ টাকা যৌতুকের দাবিতে শ্বশুর শ্বাশুরী ও স্বামী সহ পরিবারের লোকজনকে পিঠিয়ে মারাত্মক আহত করে। গ্রাম্য সালিসে বিচার না পেয়ে রাবিয়া গত ২৬ মে হবিগঞ্জ নারী শিশু আদালতে কুদ্দুস সহ তার পরিবারের ৫ জনকে আসামি করে একটি মামলা নং ৪১৫/১৩ দায়ের করেন। মামলাটি আনসার ভিডিপি কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দিলে জেলা ও দায়রা জজ কুদ্দুসের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।