স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম বাংলা ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই ১৯ বছরে পদার্পন উপলক্ষে ‘উনিশের উচ্ছ্বাস’ শ্লোগান নিয়ে হবিগঞ্জে আলোচনা সভা, র্যালী ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চ্যানেল আই জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও হারুনুর রশিদ চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা সালাহ উদ্দিন আহমেদ, অ্যাডঃ শামছুল হক, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, মানবকন্ঠ জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফাহিম চৌধুরী, মোহনা টিভি জেলা প্রতিনিধি ছানু মিয়া, দৈনিক খোয়াইর মঈনুদ্দিন আহমেদ, আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, দৈনিক এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, বাংলা নিউজের জেলা প্রতিনিধি বদরুল আলম, প্রিয় ডটকম জেলা প্রতিনিধি এম সজলুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, চ্যানেল আই মাটি ও মানুষের কথা বলছে। এ চ্যানেলটি নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি বলেন, হবিগঞ্জ জেলা দিন দিন শিল্পে সমৃদ্ধ হচ্ছে। এ জেলার একদিকে হাওর। অপরদিকে পাহাড়। এখানের মাটির নিচে রয়েছে গ্যাস। এ সরকারের যুগান্তকারী পদক্ষেপে তৈরী হয়েছে উন্নত যোগাযোগের মাধ্যম। এসবকে কাজে লাগিয়ে এখানে একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠা সহ জেলাজুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। সৃষ্টি হচ্ছে হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান।