প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি, জেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা গত ৩ দিন বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নসহ আজমিরীগঞ্জ পৌরসভার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের আশির্বাদ কামনা করেন। এছাড়াও শুক্রবার বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আহাদ মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও পূজা মণ্ডপগুলো পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা কৃষকলীগ নেতা সঞ্জয় কুমার রায়, আব্দুর রউফ, মহিবুল হাসান তালুকদার কাউছার, কাজী মাসুক, হেলাল মিয়া, শেখ মোঃ আজমান, সামাল হোসাইন, আরিফ মাহমুদ মজনু, তাহির মিয়া, বানিয়াচঙ্গ উপজেলা কৃষকলীগ সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল ও সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল, রুহুল আমিন, হবিগঞ্জ পৌর কৃষকলীগ সভাপতি মনিরুল আলম বাছির, আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগ আহ্বায়ক এম হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল-আমিন ও জামাল তালুকদারসহ কৃষকলীগের বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।