প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এডঃ সুলতান মাহমুদ নবীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল শুক্রবার দুপুর থেকে রাত ১১ টা পর্যন্ত জেলা ও উপজেলা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, পুজারী, ভক্তবৃন্দ, দর্শণার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন। সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে সারা দেশে উদযাপিত হচ্ছে। তিনি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসাইন, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, সাংগঠনিক সম্পাদক- হাব্বিুল্লাহ রুহেল, গীতিকার ও সুরকার হাবিব আহমেদ, উপজেলা ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক লুৎফুর রহমান, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা-শোয়েব আহমেদ, উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা হাফিজ আহমেদ, শ্রমিকলীগ নেতা আউলাদ হোসেন সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।