স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের গ্যারেজ থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ব্র“পিনয় পাইন নামের নেশাজাতীয় ইনজেকশনসহ হৃদয় (২০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সদর থানার নবাগত ওসি (অপারেশন) হাসান হাবিবের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হৃদয় ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার কাশিমনগর গ্রামের আহাম্মদ আলীর পুত্র। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ভারতীয় নিষিদ্ধ ব্র“পিনয় পাইন নামের নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ওসি (অপারেশন) আরো জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ইনজেকশন হবিগঞ্জ আসছে। আর এক শ্রেণীর মাদকসেবীরা নেশা হিসেবে এ ইনজেকশন পুশ করছে। তিনি জানান, এ ইনজেকশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি ব্যবহারে মানুষের যৌন শক্তি নষ্ট হয়ে যাওয়াসহ নানাবিদ সমস্যা হতে পারে। মাদক নিমূলে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। কোন মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে তিনি বাদি হয়ে হৃদয়ের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল শুক্রবার বিকেলে কোর্টে প্রেরণ করেন।