আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসে জনবল সংকটে পশুর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টি নন্দন প্রাণি সম্পদ ভবন নির্মিত হলেও জনবল সংকট চলছে কয়েক বছর ধরে। মাধবপুর প্রাণি সম্পদ ১০১ শতক জমির উপর প্রতিষ্টিত। প্রাণি সম্পদ ভবনে ভেটেরিনারি হাসপাতাল একটি, কৃত্রিম প্রজনন কেন্দ্র একটি, কৃত্রিম প্রজনন পয়েন্ট একটি, কৃত্রিম প্রজনন সেবা কেন্দ্র একটি থাকলেও ৭ টি পদ শুন্য থাকায় এ গুলো কোন কাজে আসছে না। প্রাণি সম্পদ কর্মকর্তাসহ ১২ টি পদের মধ্যে রয়েছে মাত্র ৫ টি। ভেটেরিনারি সার্জন না থাকায় গবাদী পশু রোগে আক্রান্ত হলে অস্ত্রপচার করা যায় না। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সহকারী পদটিও শুন্য। ভেটেনারী ফিল্ড সহকারী ২ টি পদ শুন্য। মাঠ সহকারী, অফিস সহায়ক ২ টি পদেও কোন জনবল নেই।
মাধবপুর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে সেবা নিতে আসেন পার্শ্ববর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর এলাকার লোকজন। কিন্তু জনবল না থাকায় অনেকে তাদের গবাদী পশু নিয়ে এসে সেবা পাচ্ছেন না।
প্রাণি সম্পদ কর্মকর্তা সঞ্জিব সূত্রধর জানান, জনবল সংকট পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।