নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও লেখক শায়েখ তাজুল ইসলাম আউয়াল মহলীর মাতা সৈয়দা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। শোক বার্তায় তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শতবর্ষী সৈয়দা বিবি গত মঙ্গলবার বেলা ২ টায় ইন্তেকাল করেন। বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামে তাকে দাফন করা হয়েছে।