স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বৃহস্পতিবার সন্ধার পর তিনি শতাধিক দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে পূজা মন্ডপ পরিদর্শনে বের হন। শহরের কালি গাছতলা, উমেদনগর মন্দির হাটি, পশ্চিম হাটি জুটিময় রায়, গার্নিংপার্ক বন্ধু মহল, দূর্জয় সংসদ, মহাশক্তি সংসদ, বসুন্ধরা সংসদ, ঘাটিয়া যুব সংঘ, দেবীদেনী সংসদের পূজা মন্ডপে উপস্থিত হলে পূজা কমিটির নেতৃবৃন্দ মেয়র জি কে গউছকে স্বাগত জানান।
পূজা মন্ডপ পরিদর্শণকালে মেয়র জি কে গউছ পূজার বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং যে কোন সমস্যা সমাধানে পৌরসভা প্রস্তুত রয়েছে বলে পূজা কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন।