চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রুমনের রোগমুক্তি কামনায় গতকাল বাদ জুম্মা চুনারুঘাট সদর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রুমন গত শনিবার শ্বাসকষ্ট ও গ্যাস্টিক জনিত রোগে অসুস্থ হয়ে সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মুহুরী, ছাত্রদল নেতা ঈশা খান, আশিকুর রহমান, ফারুক আহমেদ, এস আর রুবেল মিয়াসহ অনেকেই। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী।