প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল বিপিন পাল স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র দেব এর স্বরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিপিন পাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে বিপিন পাল স্মৃতি সংসদের সভাপতি ও ৪নং পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ এর সভাপতিত্বে এবং বিপিন পাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিপিন পাল স্মৃতি পাঠাগারের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক। সভা শুরুতেই সুভাষ চন্দ্র দেব এর বিদেহী আত্মার শান্তির জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তিনি ছিলেন একজন ভাল মানুষ বিপিন পাল স্মৃতি পাঠাগরের জন্ম থেকে তাঁর অবদান অনেক। আমরা একজন ভাল মানুষকে হারিয়েছি। পাঠাগারের কর্মকান্ডের মধ্যে তিনি (পইল ভাষ্কর) নামে একটি সংখ্যা বের করেছিলেন। আমরা আগামী ৭ নভেম্বর বিপিন পালের জন্ম দিন উপলক্ষে সুভাষ চন্দ্র দেবকে মরনোত্তর সম্মাননা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিপিন পাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল হক, বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ আম্বর আলী, শাহজাহান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম, যুব কমিটির সহ-সভাপতি চন্দ্র শেখর রিপন, ফারুক মাস্টার, আব্দুল মালেক মাখন, সালাম মিয়া, তৈয়ব আলী, সুমন দাশ, আছকির মিয়া, সোহাগ প্রমুখ।
উল্লেখ সুভাষ চন্দ্র দেব গত ২৪ সেপ্টেম্বর রবিবার রাত ১টায় রাজনগর নিজ বাসায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।