প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যক্সের অন্যতম প্রতিষ্টাতা ও সাবেক প্রধান উপদেষ্টা রোটারিয়ান সুভাষ চন্দ্র দেবের মৃত্যুতে গভীর মোক প্রকাশ করেছেন ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকসের নেতৃবৃন্দ। গতকাল সংবাদ পত্রে পেরিত এক শোক বার্তায় তারা নিহতরে আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মোঃ সামছুল হুদা ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।
উল্লেখ্য, ব্যবসায়ী সুভাষ চন্দ্র দেব গত রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের রাজনগরস্থ বাসায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহরের পুরাতন পৌরসভা সড়কের এ্যাপোলো ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী সুভাষ চন্দ্র দেব একজন সৎ, নিয়মানুবর্তী ও সজ্জন ব্যক্তি হিসেবে হবিগঞ্জ শহরে পরিচিত ছিলেন। তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জ-এর পাস্ট প্রেসিডেন্ট, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।