বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ২ ব্যবসা প্রতিষ্টানকে ভ্রাম্যমান জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন লঙ্ঘনের দায়ে ওই দুই ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মাছি থাকা, রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে বড় বাজারের কুটুমবাড়ী রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ৫হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রি করার অপরাধে সায়মা কসমেটিকসকে ২হাজার টাকা জরিমানা করা হয়।