নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কোটি টাকার সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্পত্তির মালিক হলেন, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের লন্ডন প্রবাসী নানু মিয়া ও তার স্ত্রী আঙ্গুরা বেগম। দখলদার হলেন, পারকুল গ্রামের প্রভাবশালী বিএনপি নেতা কাউছার মিয়ার ভাই গৌছ মিয়া। এ ব্যাপারে সম্পত্তির মালিক লন্ডন প্রবাসী নানু মিয়া ও তার স্ত্রী আঙ্গুরা বেগম সিলেট বিভাগের ডিআইজি প্রবাসী কল্যাণ সেল, সিলেট বরাবরে আবেদন করেছেন।
সূত্রে জানা গেছে, লন্ডন প্রবাসী নানু মিয়া ও তার স্ত্রী আঙ্গুরা বেগম ১৯৯৬ ইং সনে শেরপুর আবাসিক এলাকায় ভূমি ক্রয় করে তিনতলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন। বাড়িটি আজলপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে মোঃ আনর মিয় ২০০০ সাল পর্যন্ত দেখাশুনা করেন। পরবর্তীতে আঙ্গুরা বেগমের ভগ্নিপতি শাহজাহান সিরাজকে দেখাশুনার দায়িত্ব দেয়া হয়। ২০০৮ সালের মাঝামাঝি লন্ডন প্রবাসীদের আত্মীয়তার সুবাধে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত রজব উল্লার ছেলে ও বিএনপি নেতা কাউছার মিয়ার ভাই প্রভাবশালী গৌছ মিয়াকে পাওয়ার অব এটর্নিমূলে বাড়িটি দেখাশুনার জন্য কেয়ারটেকার নিয়োগ দেয়া হয়। এক পর্যায়ে গৌছ মিয়ার সাথে লন্ডন প্রবাসী দম্পতির মৌখিক চুক্তিতে তিন তলার বাড়ির দু’তলায় গৌছ মিয়া নিজে ব্যবহার করবেন এবং নিচ তলা হিসেবে ব্যবহার করে প্রতি মাসে ২০ হাজার টাকা ভাড়া দিবেন। এভাবে দুয়েক মাস ভাড়া দেয়ার পর গৌছ মিয়া এক সময় ভাড়া দেয়া বন্ধ করে দেন। লন্ডন প্রবাসী নানু মিয়া ও আঙ্গুরা বেগম সময় মতো ভাড়ার তাগিদ দিলে নানা কৌশলে দেই দিচ্ছি বলে সময় কর্তন করে। এক পর্যায়ে ভাড়া পরিশোধ করে ঘর ছাড়ার নির্দেশ দেন লন্ডন প্রবাসী দম্পতি। তাতেও কর্ণপাত করেননি গৌছ মিয়া। ফলে লন্ডন প্রবাসী আঙ্গুরা বেগমের ভগ্নিপতি শাহজাহান সিরাজ এলাকার গণ্যমান্য মুরুব্বীয়ানদের সহযোগিতায় ভাড়া পরিশোধ না করেই বাড়ি ছাড়েন। পরে লন্ডন প্রবাসী দম্পতি রাধাপুর গ্রামের তাদের আত্মীয় মৃত মদরিছ মিয়ার ছেলে আতর আলীকে বাড়ির কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেন এবং গৌছ মিয়াকে দেয়া ক্ষমতাপত্র বাতিল করেন। ২০১৭ সালে আতর আলী দায়িত্বপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত ঘরের মেরামত সম্পন্ন করে ভাড়া দেয়ার প্রস্তুতি কালে প্রভাবশালী গৌছ মিয়া লন্ডন প্রবাসীদের কোটি টাকার বাড়ি লাটিয়াল বাহিনী নিয়ে জবর দখল করেন। ঘটনার প্রেক্ষিতি লন্ডন প্রবাসী নানু মিয়া, আঙ্গুরা বেগম এবং তাদের কেয়ারটেকারসহ আত্মীয় স্বজনরা সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুবিচার না পেয়ে মৌলভী বাজার সদর থানায় মামলা নং-২১৯/১৭ইং দায়ের করেন। উক্ত মামলায় জামিনে এসে গৌছ মিয়া, তার শ্বশুড় নসীর আলী, শ্যালক নওয়াব আলী ও জুলফিকার আলী গংরা ক্ষিপ্ত হয়ে লন্ডন প্রবাসী আঙ্গুরা বেগমের অপর আরেকটি টিন সেটের বাড়ি জবর দখল করেন। এছাড়াও উক্ত লন্ডন প্রবাসীদের ৮/১০ কেদার জমি বন্ধক দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। গৌছ মিয়া ওই এলাক্য়া প্রভাবশালী হওয়ার সুবাধে কেউ প্রতিবাদ করতেও সাহস পায়না। নিরুপায় হয়ে লন্ডন প্রবাসী নানু মিয়া এবং আঙ্গুরা বেগম সিলেট বিভাগের ডিআইজি প্রবাসী কল্যাণ সেল, সিলেট বরাবরে আবেদন করেছেন। তারা তাদের কোটি টাকা সম্পত্তি প্রভাবশালী গৌছ মিয়ার কবল থেকে উদ্ধারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।