প্রেস বিজ্ঞপ্তি ॥ ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক সংস্থা “আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রাঃ) ফাউন্ডেশন, হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বাদ আছর শায়েস্তানগর পৈল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওঃ আজিজুল ইসলাম খান এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াত করেন হাফেজ শফিকুল ইসলাম, নাতে রাসূল (দঃ) পাঠ করেন হাফেজ বায়েজিদ আহমদ খান। এতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওঃ আব্দুল আলীম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওঃ নাছির উদ্দিন, মাওঃ মইনুদ্দিন আশরাফী, হারুনুর রশীদ হারুন, মফিজুল ইসলাম, এডঃ আমিনুল হক চৌধুরী নোমান, সাইফুর রহমান সুমন, আজিজুল ইসলাম ঝুমন, হাফেজ শাহ আলম চৌধুরী শাকিল, ইকবাল হোসেন, মোহাম্মদ মাহবুবুল হাই জিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওঃ আব্দুল আলীমকে সভাপতি ও আলহাজ্ব মাওঃ নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এছাড়া আলহাজ্ব সৈয়দ মামুনুর রশীদকে সিনিয়র সহ-সভাপতি, মাওঃ নাছির উদ্দিন আখঞ্জীকে সহ-সভাপতি, মাওঃ রেদওয়ান আশরাফীকে সহ-সভাপতি, ইকবাল হোসেন সজলকে সহ-সভাপতি, এডঃ আমিনুল হক চৌধুরী নোমানকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, মোশাহেদ আহমেদ শাহীদকে সহ-সাধারণ সম্পাদক, মঈন উদ্দিন সোহেলকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ বায়েজিদ আহমদ খানকে সহ সাংগঠনিক সম্পাদক, হাফেজ শাহ আলম শাকিলকে অর্থ সম্পাদক, মোহাম্মদ হারুনুর রশীদকে প্রচার সম্পাদক, হাফেজ শফিকুল ইসলামকে সহ-প্রচার সম্পাদক, সাইফুর রহমান সুমনকে দপ্তর সম্পাদক, আজিজুল ইসলাম ঝুমন সহ-দপ্তর সম্পাদক, হাফিজুর রহমান সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ ছানু মিয়াকে তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনয়ন করা হয়।
এছাড়াও নির্বাহী সদস্যগণ হলেন মাওঃ জহিরুল ইসলাম, মাওঃ মইনুদ্দীন আশরাফী, মাওঃ নিজাম উদ্দিন, মাওঃ শামসুদ্দিন, মোহাম্মদ সমুজ আলী, মোহাম্মদ আক্কাস আলী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ শামসুল ইসলাম, মাহবুবুল হাই জিয়া, নাজমুল হাসান, সৈয়দ রাহাত রহমান রাফি, মোহাম্মদ শাহিন আহম্মদ।