প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে মুহাম্মদ আব্দুল কবির এর সভাপতিত্বে অধ্যক্ষ ও সদস্য সচিব বিশ্বজিৎ পালের পরিচালনায় কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। জহুর চান বিবি মহিলা কলেজের নতুন গভর্নিং বডির সদস্যগণ হচ্ছেন, সভাপতি মুহাম্মদ আব্দুল কবির, শিক্ষক সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন (রুমি), প্রভাষক মোঃ শাহীন মিয়া, প্রভাষক তহুরা বেগম, অভিভাবক সদস্য দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ, মোঃ ফিরুজ মিয়া, কাজী আব্দুল আউয়াল মামুন, সবিতা রানী পাল, দাতা সদস্য মোঃ ইদ্রিছ মিয়া, সদস্য সচিব অধ্যক্ষ বিশ্বজিত পাল। কলেজের প্রথম সভায় অবকাঠামো উন্নয়ন, পাঠদান কার্যক্রমসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।