প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর আবাসিক এলাকায় আরসিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। সোমবার সকালে মেয়র শায়েস্তানগর আবাসিক এলাকায় যান। হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে ওই এলাকায় আরসিসি রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। মেয়র ওই ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম, উপ-সহকারী প্রকৌশলী দিলীপ দত্ত ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় হবিগঞ্জ পৌরসভা ৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এ আরসিসি রাস্তা নির্মান কাজ বাস্তবায়িত হচ্ছে। রাস্তাটি নির্মাণ হলে ওই এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।