স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের বারান্দা এখন শিশু ওয়ার্ডে পরিণত হয়েছে। ভ্যাপসা গরমে বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হয়ে প্রতিদিনই অসংখ্য শিশু এখানে ভর্তি হচ্ছে। শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাই নেই। হাসপাতালে সিট না পেয়ে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের বারান্দার মেঝেতে আশ্রয় হিসেবে বেঁছে নিয়েছেন। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতাল থেকে চিকিৎসা এবং কোন স্যালাইন দেয়া হচ্ছে না। এহেন পরিস্থিতিতে শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন তাদের অভিভাবকরা। অনেকে জানান, হাসপাতাল থেকে সরকারি সহায়তা না পেয়ে বাহির থেকে ঔষধ কিনে আনতে হচ্ছে।