স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সূচিউড়া গ্রামে প্রিয়ন্তি রাণী পাল (৪) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের রিংকু চন্দ্র পালের কন্যা। গতকাল রবিবার বিকেলে বাড়ির উঠানে খেলা করার সময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় তার মৃতদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।