স্টাফ রিপোর্টার ॥ গত দুই দিনের ভ্যাপসা গরমে শিশুদের মাঝে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত দুই দিনে দুই শতাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এে অবস্থায় হাসপাতালে তিল ধারণের ঠাই নেই। স্থানের অভাবে শিশুর স্বজনরা ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে আশ্রয় নিয়েছেন। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন থাকলেও বাহির থেকে তা কিনতে হচ্ছে। গতকাল শনিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৬৫ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এর মাঝে এক নবজাতক মারা গেছে। এ ব্যাপারে হাসপাতালের ডাক্তার রাজীব চৌধুরী জানান, আতংকের কিছু নেই। চিকিৎসা দেয়া হচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে।