চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফেন্সিডিলের চালানসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও আটক করা হয়। ফেন্সিডিলের পরিমাণ ৯শ ৯২ বোতল। আটক মাদক ব্যবসায়ী সিলেট জেলার জকিগঞ্জ থানার শাহজালালপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মাহতাব উদ্দীন (৫২)। তিনি তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সামনে কাশেম আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন।
গতকাল শনিবার ভোররাতে উপজেলার চানপুর চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, চুনারুঘাট থানার ওসি একেএম আজমিরুজ্জামান রাত্রিকালীন টহল দিচ্ছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে খবর পান চুনারুঘাট থানার চানপুর চা বাগান এলাকার ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে পিকআপ (ঢাকা মেট্রো ব ১৮-১৭৯০) দিয়ে ৯শ ৯২ বোতল ফেন্সিডিল পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তার সহযোগিদের নাম প্রকাশ করেছেন মাহতাব উদ্দীন। তার সহযোগিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।