মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বৈকন্ঠপুর চা বাগানের ৫নং সেকশন এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) গোলাম দস্তগীর জানান, ওইদিন গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে বৈকন্ঠপুর চা বাগানের হরিলাল রাজ গৌরের ছেলে প্রদিপ রাজ গৌর (৩০) ও সাতছড়ি চা বাগানের অমৃত কর্মকারের ছেলে গোপেন কর্মকার (২০)কে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।