স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে পঙ্গু আবুল মিয়া (৩৫) নামের এক পাগলকে প্রহার করে সর্বস্ব লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল মিয়া বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের বাসিন্দা। সূত্র জানায়, পঙ্গু আবুল দীর্ঘদিন ধরে শায়েস্থাগঞ্জ স্টেশনে থেকে বিভিন্ন ট্রেনে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। গতকাল শনিবার সকালে ভিক্ষা শেষে ট্রেনের পরিত্যক্ত বগিতে বসে টাকা গুনছিল। এ সময় একদল দুর্বৃত্ত তাকে প্রহার করে সর্বস্ব নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।