স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীতে সাতার কাটতে গিয়ে ডুবে যাওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার পুলিশে হস্তান্তর করেছে ডুবুরিদল। তার পরিচয় জানা যায়নি। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রিজের পাশে খোয়াই নদীতে সাতার কাটতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়। প্রায় ৫ ঘণ্টা পর সিলেটের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ওই যুবক মাছুলিয়া ব্রিজের সন্নিকটে খোয়াই নদীতে সাতার কাটতে নামে। প্রথমে পূর্বপাড় থেকে সাতার কেটে পশ্চিম পাড়ে যায়। পরে পশ্চিম পাড় থেকে সাতার কেটে পূর্ব পাড়ে আসতে শুরু করে। একপর্যায়ে পানির ঘূর্ণিতে পড়ে যুবকটি নদীতে তলিয়ে যায়। এরপর থেকে সে ভেসে উঠেনি। ঘটনাটি স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে পারেনি। পরে সিলেট থেকে ডুবুরি দল এসে দুপুর ১ টার দিকে নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করে। পরে হবিগঞ্জ থানার এসআই মির্জা মাহমুদুল করিম এর কাছে লাশ হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতার কাটার সময় তার পরনে ফুলপ্যান্ট ও ফুল গেঞ্জি ছিল। এলাকাবাসী ধারণা করছেন, যুবকটি মানসিক রোগী হতে পারে। তাকে ওই এলাকায় দুয়েকদিন ধরে ঘুরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। গতকাল রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।