নবীগঞ্জে প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রেমের টানে এক বৃদ্ধার হাত ধরে পালিয়ে গেছে কম বয়সী প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার গহরপুর গ্রামে। এনিয়ে এলাকায় রসালো আলোচনা চলছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার গহরপুরের ১৬ বছর বয়সী কন্যা মাইজগাঁও গ্রামের রিক্সা মেইকার বৃদ্ধ কুতুব মিয়া (৬২) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে প্রেমিক বৃদ্ধ এর হাত ধরে অজানার উদ্দেশ্যে ফাড়ি জমায় মেয়েটি। প্রেমিকা কনের বয়স ১৬ এবং প্রেমিক বর’র বয়স ৬২। এ ঘটনায় এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। অনেকে বলেছেন বৃদ্ধের ভিমরতি ধরেছে। এ ব্যাপারে মেয়ের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।